২০২২ সালের সেরা তিনটি কম দামের এন্ড্রয়েড মোবাইল

আমাদের সকলেই মোবাইল সবচেয়ে জরুরি এবং কাছের একটি জিনিসের নাম কারণ মোবাইল ছাড়া বর্তমানে চলা একেবারেই সম্ভব না তাছাড়া মোবাইল দিয়ে আমাদের ফোনে কথা বলা সহ ইন্টার্নেট ব্রাউজিং করে থাকি।

এছাড়া ফেসবুক ইউটিউব টুইটার সহ সকল অনলাইন প্লাটফর্ম আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল একটি নিত্য প্রয়োজনীয় জিনিস, তাই আমি আজকে বলবো বাজারের সেরা তিনটি এন্ড্রয়েড মোবাইল এর দাম কি কি সুবিধা পাবেন সবকিছু।

আজ অনেকেরই নতুন মোবাইল কিনার একটা অন্যরকম নেশা কারণ নতুন মোবাইলের নতুন নতুন ফিউচার নতুন নতুন মডেল এবং ডিজাইন সবাই ব্যবহার করতে পছন্দ করে তাছাড়া মিডেল ফেমিলি লোকেরা কম বাজেটে ভালো মানের মোবাইল চেয়ে থাকেন তাদের এই চাওয়াকে কেন্দ্র করেই আজকে আমার মোবাইল নিয়ে লেখা।

তো চলুন দেখে আসি বর্তমান সময়ের সেরা কয়েকটি ফোনের দাম এবং অন্যান্য সকল তথ্য।

Oppo a54

এই ফোনটিতে রয়েছে 5 জিবি র্যাম এবং এক্সটারনাল আলো 3gb র্যাম 8 জিবি রেম মোবাইলটা বেস স্মর্টলি চলে, তাছাড়া মোবাইলের ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো মোবাইলের ব্যাটারি ব্যাকআপ দেওয়া হয়েছে 5000 এম্পিয়ার এবং 60 মিনিটে সম্পূর্ণ চার্জ হওয়ার সম্পূর্ণ ক্যাপাসিটি, আর দামের দিক দিয়ে এই মোবাইলটি একেবারে কম কারণ এই মোবাইলটির মূল্য ১৭৯০০ টাকা এবং কপাল থেকে সাথে কিছু ডিসকাউন্ট টি-শার্ট অন্যান্য দেওয়া হয়।

আর মোবাইলে আনঅফিসিয়ালি পাওয়া যায় ১৬ হাজার টাকা এবং অন্যান্য খরচ ১৭ হাজার ৫০০ টাকায় আপনি আনঅফিসিয়াল মোবাইল পেয়ে যাবেন তবে বর্তমানে আনঅফিসিয়াল মোবাইল বাংলাদেশ কিছুদিন পর আর চলবে না কারণ অফিশিয়াল ফোনের জন্য সরকার ট্রাক্স পেয়ে থাকেন কিন্তু আনঅফিসিয়াল মোবাইল এর কোনো ট্রাক সরকার পাইনা আর এটাই অবৈধভাবে গণ্য হয়।

এদিকে গেমস খেলার জন্য যেমন ফ্রী ফায়ার পাবজি এধরনের গেমসগুলো খেলতে মোবাইলটি অনেকটাই ভালো হবে আর এটা তার প্রসেসর হিসেবে অক্টা কোর আই ব্যবহার করা হয়েছে।

Oppo a95

অপ a95 যেটা 2021 সালের নভেম্বরে লঞ্চ করেছিল এবং অল্প দিনে বেশ সাড়া ফেলেছে এই মোবাইলটি, মোবাইল কে কে রয়েছে সাড়ে ছয় ইঞ্চি ডিসপ্লে এবং ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আনলক এবং মাত্র 40 মিনিটে সুপার ফাস্ট চার্জিং, 8 জিবি রেম এর সাথে 128gb রম এবং এক্সটারনাল ফাইভ জিবি রেম রয়েছে এই মোবাইল টিতে।

যারা গেমস খেলতে পছন্দ করেন তাদের জন্য সবচেয়ে বেস্ট হবে এই মোবাইলটি কারণ মোবাইলটিতে প্রসেসর ব্যবহার করা হয়েছে অক্টা কোর আই এবং sm6115 রেম রেগেলেশন, যদিও মোবাইলটিতে অ্যান্ড্রয়েড ১১ ভার্সন রয়েছে, তবে মোবাইল চালু করার পরে মোবাইলটিতে অ্যান্ড্রয়েড 12 ভার্শন আপডেট করতে পারবেন তাছাড়া মোবাইলটি 5G প্রযুক্তিতে ডাটা ব্যবহার করতে পারবেন।

মোবাইলটি ব্যবহার করা হয়েছে 5000 এমপিএইচ ব্যাটারি যেটা দিয়ে একবার চার্জ দিলে টানা 12 ঘণ্টা ইন্টারনেট চালালে ব্যাটারি শেষ হবে, এবং বিনা ইন্টারনেটে যদি ফুল চার্জ করে চালান তাহলে সাত দিন অনায়াসে চলবে।

Xiaomi Redmi Note 11

এই ফোনটি ফেব্রুয়ারি 2012 সালের শেষ দিকে রিলিজ পেয়েছে এবং এই মোবাইলে তিনটি মডেল পেয়ে থাকবেন 4/64, 4/128, 6/128 যথাক্রমে অফিশিয়াল আনঅফিসিয়াল মিলিয়ে এই তিনটি মডেল বাংলাদেশের বাজারে রয়েছে ফোনটিতে রয়েছে 5000mh ব্যাটারি ও 60 মিনিটে ফুল চার্জ সহ ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এলিভেন, এই ফোনটিতে পিছনে চারটি ক্যামেরা রয়েছে একটিতে ৫০ আরেকটি ৮ এবং বাকি দুইটিতে 2 মেগাপিক্সেলের করে দুই টি ক্যামেরা রয়েছে।

সামনে রয়েছে একটি ক্যামেরা এবং 13 মেগাপিক্সেলের ক্যামেরা রেজুলেশন রয়েছে তাছাড়া গরিলা গ্লাসের মধ্যে প্লাস্টিক বডি এবং টুজি থ্রিজি ও 4g এবং ডাবল সিম ব্যবহার করা যাবে এই ফোনটিতে, এই ফোনটিতে রয়েছে সেনসর ফিঙ্গারপ্রিন্ট সহ অন্যান্য সকল ফিউচার এ ফোনটি বাংলাদেশের মেনুফেকচার করে ন শাওমি, এবং ফোনটি বাংলাদেশের তৈরি।

Leave a Comment