যে ভাবে বিকাশ নাম্বার থেকে বিদ্যুৎ বিল পরিশোধ করবেন

অনেক আগে থেকেই বিদ্যুৎ বিল দিতে ব্যাংকে গিয়ে লাইনে দাড়াতে হতো তাছাড়া দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও সময় শেষ হয়ে গেলে বিদ্যুৎ বিল দেওয়া যেত না কারণ কিছু কিছু ব্যাংকে কয়েকঘণ্টা জন্য বিদ্যুৎ বিল তাই লোক সংখ্যা বেশি হওয়াতে একদিনে বেশি সংখ্যক বিদ্যুৎ বিল নিতে পারত না।

তাই অনেকেই লাইনে দাঁড়ানোর ভয়ে ব্যাংকে গিয়ে বিদ্যুৎ বিল দিতে চেতনা তাই বর্তমানে বিকাশ এর মাধ্যমে বিদ্যুৎ বিল দেওয়া সহজ করেছেন বিদ্যুৎ বিভাগ, পল্লী বিদ্যুৎ সমিতি এবং ডিসস্কো এবং অন্যান্য বিদ্যুৎ বিভাগ বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল দেওয়ার সুবিধা করে দিয়েছে।

বর্তমানে প্রিপেইড গ্রাহকদের এবং পোস্টপেড গ্রাহকদের বিদ্যুৎ বিল বিকাশ দেওয়ার সহজ করে দিয়েছেন, তো চলুন কি করে বিকাশে বিদ্যুৎ বিল দিলেন।

অ্যান্ড্রয়েড কিংবা আইফোনে বিকাশের অ্যাপস নামাতে হবে, অ্যাপস নামানোর পর আপনার যদি বিকাশ একাউন্ট না থাকে তাহলে নিজের এনআইডি কার্ড দিয়ে সহজ ভাবে একটি বিকাশ একাউন্ট খুলে নেবেন, যদি বিকাশ একাউন্ট খোলা থাকে তাহলে লগিন করবেন পড়ার পর।

এরকম আসবে

এমন মেনো আসার পরে আপনাকে টাইপ করতে হবে সে বিলে, তারপর এখানে আসবে বিদ্যুৎ নামে একটা অপশন শহর পানি গ্যাস টেলিফোন ইন্টারনেট টিভি সহ ক্রেডিট কার্ড এর বিলের অপশন আপনাকে ট্যাগ করতে হবে বিদ্যুৎ করার পরে আপনাকে নিয়ে যাবে পরের অপশনে সেখানে গিয়ে আসবে।

এখানে আসবে প্রতিষ্ঠানের নাম খুঁজুন লেখে একটা অপশন এবং পল্লী বিদ্যুৎ পিপেট এবং পল্লী বিদ্যুৎ পোস্ট পেড নিচে আসবে ডেসকো প্রিপেড এবং ডেসকো পোস্ট পেড আরো নিচে আসবে নেস্কো প্রিপেড পোস্ট পেড সহ ডিপিডিসি প্রিপেড পোসপেট।

আপনার যে সংযোগ সেটা সিলেক্ট করে সেটার উপর ট্যাপ করুন এবং পরের অপশনে এগিয়ে যান, আমি দিলাম ডেসকো প্রিপেড দেওয়ার পরে চলে আসলো আর একটি অপশন সেটি হলো, একটিতে লেখা আছে অ্যাকাউন্ট নাম্বার দিন এবং পরের টিতে দেওয়া আছে কন্টাক্ট নাম্বার দিন আপনি আপনার কার্ডে লেখা অ্যাকাউন্ট নম্বরটি দিয়ে দিন আর একটি কথা বলে রাখি কার্ডের লেখা আছে মিটার নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার আশা করি ভুল করবেন না আপনি অ্যাকাউন্ট নম্বরটি সঠিকভাবে দিবেন এবং নিচের ঘরে দেবেন আপনার ফোন নাম্বারটি।

এরপরে চলে আসবে নতুন আরেকটি অপশন সেটিতে দেওয়া থাকবে কত টাকা রিচার্জ করবেন সেটার ঘর যেমন আপনি 500 টাকা রিচার্জ করলে এখানে 500 টাকার উপর ক্লিক করবেন এখানে পাঁচশত, এক হাজার, দের হাজার এবং 2000 টাকার অপশন থাকবে আপনি আপনার চাহিদামত টাকার উপর ট্যাগ করলে সেই টা খালি ঘরে বসে যাবে।

এরপর অপশনে আসবে কত টাকা মিটার ভাড়া কত টাকা ডিমান্ড চার্জ কত টাকা বকেয়া এবং কত টাকা আপনার মিটারে যোগ হবে সবকিছুর একটি ডিজিটাল রিসেট আপনার বিকাশ একাউন্টের হোমস্ক্রিনে ভেসে উঠবে সবকিছু ঠিক থাকলে আপনি পরের অপশনে গিয়ে আপনার বিকাশের পিন কোড দিয়ে লেনদেনটি সম্পন্ন করতে পারেন আশা করি বুঝতে পারছেন।

যদি আপনার বিকাশ একাউন্ট না থাকে তাহলে আজকেই নিজের এনআইডি কার্ড দিয়ে বিকাশ একাউন্ট খুলে ঘরে বসেই নিজের বিদ্যুৎ বিল গ্যাস বিল ইন্টারনেট বিল সহ ডিস বিল সবকিছুই বিকাশের মাধ্যমে করতে পারেন, এছাড়াও বিকাশের মাধ্যমে অনলাইনে লেনদেন করতে পারেন যেমন daraz com সহ বহু ই-কমার্স কোম্পানিকে বিকাশের মাধ্যমে আপনার প্রোডাক্টের প্রেমেন্ট সম্পন্ন করতে পারেন।

চাইলেই আপনি ঘরে বসে এখন থেকে ট্রেনের টিকেট বাসের টিকেট বিকাশে কাটতে পারেন বর্তমানে বিকাশের মাধ্যমে সকল ধরনের লেনদেন করতে পারেন, বিকাশ আরো বাংলাদেশ এখন বহু অনলাইন লেনদেন এর প্রতিষ্টান আছে যেমন নগদ রকেট ইউপে সহ ট্যাপ এর মত প্রতিষ্ঠান আছে।

About Numan Ahmed

Check Also

ভালোবাসার মানুষের অভিনয় পর্ব=৪

গল্প – অভিনয় Part – 04 writer – J$_ArFin_SuMon আরে ব্যাপার না ডাইরীর যেটুকু পুরে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *