মোবাইলে নগদ একাউন্ট খুলবেন যে ভাবে

আমাদের দেশে ব্যাংকিং সুবিধা যদিও অনেকটা এগিয়ে গেলো হাতে হাতে ব্যাংকিং একটি সুবিধা নিয়ে এসেছে বহু ব্যাংক, যেমন ডাচ বাংলা ব্যাংকের থেকে রকেট ও ব্র্যাক ব্যাংক থেকে বিকাশ এছাড়াও ইউসিবি ব্যাংক থেকে ইউ ক্যাশ তাছাড়া বহু ব্যাংকিং অ্যাপ রয়েছে তারা মোবাইল ব্যাংকিং সুবিধা দিয়ে থাকে

এর মাঝে সরকারি ভাবে একটি মোবাইল ব্যাংকিং আমাদের মাঝে রয়েছে, আর এটির নাম হচ্ছে নগদ, এ নগর বাংলাদেশ ডাকবাংলার অধীনে রয়েছে।

আজকে আমি বলব কি করে নগদ একাউন্ট খুলবেন একেবারে সহজে এবং খুলতে কি কি লাগে সব কিছুই আমি ডিটেলস বলে দেব।

যদিও ২০২১ সালের প্রথম দিক দিয়ে কোনরকম ডকুমেন্টস এর প্রয়োজন ছিল নগদ একাউন্ট খুলতে কিন্তু সরকারি বিধি নিষেধ বা সরকারি শর্তে উপর এখন থেকে ভোটার আইডেন্টি কার্ড দিয়ে আপনার নগদ একাউন্ট খুলতে হবে, তাই যদি ঘরে বসে নগদ একাউন্ট খুলতে চান তাহলে আমারে সিস্টেম অনুসরণ করুন।

অ্যাপসের মাধ্যমে যেভাবে নগদ একাউন্ট খুলবেন

১. আপনি যদি এন্ড্রয়েড মোবাইল অথবা অ্যাপেলের আইফোন চালান তাহলে আপনাকে যেতে হবে অ্যান্ড্রয়েডের গুগোল প্লে স্টোরের এবং আইফোনের অ্যাপস স্টোরে সেখানে গিয়ে আপনি বাংলা অথবা ইংরেজিতে নগদ লেখলে তাহলে চলে আসবে, তখন আপনি ডাউনলোড করে নেবেন।

২. ডাউনলোড করার পর সরাসরি আপনি অ্যাপস এর ভিতর চলে যাবেন তখন দুটি অপশন আসবে একটি অপশন লেখা থাকবে ফোন নাম্বার দিন আরে জায়গাটিতে যাদের আগের নগদ একাউন্ট আছে নাম্বারটি এন্ট্রি করার পরে ওটিপি নাম্বার দিয়ে লগিন করে নিতে পারবেন আর নিচের লেখা থাকবে রেজিস্ট্রেশন করুন।

রেজিস্ট্রেশনে ক্লিক করে এর পরের ধাপে আপনি আপনার ফোন নাম্বার দিবেন ফোন নাম্বার দেওয়ার পর এর পরের ধাপে আপনাকে বলবে কোন অপারেটরের নাম্বার দিয়েছেন তা সিলেক্ট করুন এর পরের ধাপে আপনি আপনার ভোটার আইডেন্টি কার্ডের প্রথম ধাপ এর নিচে ভোটার আইডি কার্ডের দ্বিতীয় ধাপঃ দিবেন।

ভোটার আইডি কার্ডের দুই সাইডে ছবি তোলার পর স্ক্রিন করবে অটোমেটিক আপনার অ্যাপস, প্রসেসিং হওয়ার পর আপনার নাম আপনার ঠিকানা আপনার জন্ম তারিখ এবং আপনার সকল তথ্য অটোমেটিক চলে আসবে আপনার আইডি কার্ড থেকে, এর পরের ধাপে আপনি কি করেন আপনার কি পেশা আপনার জেন্ডার সহ মাসিক মুনাফা চান কিনা সকল কিছু তথ্য টিক চিহ্ন মাধ্যমে দেওয়ার পর এর পরের ধাপে চলে যাবে।

নতুন ধাপে আপনাকে একটি ছবি তুলতে হবে যেটি অটোমেটিক আপনার চেহারা শনাক্ত করবে আপনার চোখে যদি চশমা থাকে তাহলে নিতে হবে এরপর আপনার চার পাশে আলো থাকতে হবে এবং চোখের পলক কয়েকবার উঠানামা করাতে হবে অটোমেটিক ছবি উঠে যাবে আপনাকে কোন ক্লিক করতে হবে না।

সাথে সাথে পরের ধাপে চলে যাবে আপনাকে দেখাবে আপনার ছবি এবং ছবি ঠিক আছে কিনা চেক করার পরে চলে যাবেন এর পরের ধাপে, নতুন ধাপে আপনাকে একটা অপশন দেবে সেখানে আপনি ট্রেড লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স বা অন্যান্য ডকুমেন্ট দিয়ে ভেরিফাই করতে পারেন যদি আপনার এইগুলো না থাকে তাকে সমস্যা নাই, আপনি এড়িয়ে যাওয়ার অপশন পাবেন।

এরপরের অপশন আসবে ডিজিটাল সিগনেচার আপনি নিচে তাদের একটি শর্তাবলী থাকবে এটাতে টিক চিহ্ন দেওয়ার পর নিচে একটি অটোমেটিক হাতের মাধ্যমে স্বাক্ষর করবেন তারপর নতুন অপশনে যাবেন।

নতুন অপশন আপনি আপনার ভোটার আইডি কার্ডের ছবি তোলা ও আপনার নিজের ছবিটি এবং আপনার অন্যান্য ডকুমেন্ট সাথে আপনার স্বাক্ষরিত সকলকে শিশু করবে যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনি পরের অপশনে চলে যাবেন।

সেখানে দেখাবে আপনি এই পর্যন্ত যতগুলো তথ্য দিলেন ভোটার আইডি কার্ড সহ ছবি স্বাক্ষর সকল ইনফরমেশন আপনার ঠিকানা সু করবে এর পরের ধাপে যেতে বলবে, এখন আপনার সবকিছু ঠিক থাকলে আপনার নগদ একাউন্ট ওপেন হয়ে যাবে কয়েকঘন্টার ভিতরে আপনি লেনদেন করতে পারবেন।

এর পরবর্তী পোস্টে আমি বলবো নগদ এর যত সুবিধা এবং নগদের যত অসুবিধা এবং ইসলামিক একাউন্ট এর সুবিধা মুনাফা ভিত্তিক একাউন্টের সুবিধা তাছাড়া আমরা সকলেই জানি নগদ একাউন্ট থেকে সেন্ড মানি সম্পুর্ন ফ্রী এবং ক্যাশ আউট করা হাজার মাত্র ১০ টাকা।

Leave a Comment