কুরআনি ভাবনাগুচ্ছ (পর্ব-২)
——————
২৬. সংবিধান
কুরআন কারিম আল্লাহর দেওয়া সংবিধান। মানবজাতির সংশোধনের জন্যে তিনি নাজিল করেছেন। দুনিয়া ও আখিরাতে সফলতা লাভের জন্যে। আমি কোন দলে থাকবো?
কুরআন কারিম অনুসারীদের দলে?
কুরআন কারিম অমান্যকারীদের দলে?
আমি যদি প্রথম দলে থাকি, তাহলে শান্তিতে দুনিয়ার জীবন কাটাতে পারবো, আখিরাতে সফলদের কাতারে শামিল হবো।
.
২৭. শোকহরা
বিষন্নচিত্তে যখন কুরআন কারিম তিলাওয়াত করতে বসি, একটু পর মনে হতে থাকে, কুরআনের আয়াতগুলো আমার কলবের চারপাশে ঘুরছে। কলব জড়িয়ে ধরছে। আহত হৃদয়ের উপর উপশমের ব্যান্ডেজ বেঁধে দিচ্ছে। আয়াতগুলো মুখ লাগিয়ে হৃদয় থেকে সমস্ত দুঃখ-শোকের বিষ চুষে নিচ্ছে। কাজ শেষে বলছে, কোনও সমস্যা নেই, সব সমস্যা দূর হয়ে যাবে।
কী চমৎকার এক কিতাব আমাদের এই কুরআন।
.
২৮. একের ভেতর অনেক
একটি সূরা একই সাথে কত কিছু;
কুরআনি ইলমের আধার।
তিলাওয়াত।
জিকির।
দুআ।
রুকইয়া। ঝাঁড়ফুক। জাদুটোনানিরোধক।
হিসন। সুরক্ষা।
যখনই সম্ভব হয়, একবার পড়ে নিতে পারি সূরা ফাতিহা। সূরাটা সবারই মুখস্থ আছে। ছোটও আছে। সময়ও বেশি লাগে না। কাজের ফাঁকে ফাঁকে পড়া যায়। মন খারাপ থাকলে পড়া যায়। বিপদ এলে পড়া যায়। কোনও কারণ ছাড়াই পড়া যায়। এমনিতেই পড়া যায়।
.
২৯. আত্মীয়তা
কুরআন কারিমের আয়াতগুলো নিয়ে ভাবলে মনে হয় আমি আর সাধারণ কেউ নই, সরাসরি আল্লাহর সাথে আমাকে কেমন একটা আত্মীয়তা হয়ে গেছে। এই অনুভূতি সবারই হয়। আমরা ভিন্ন হলেও আল্লাহ তো একজন। কুরআনও সেই একটাই। এটাই শেষরক্ষা।
.
৩০. কুরআনের বাগান
ইমাম শাফেয়ী রহ.-এর একজন ছাত্রের নাম রবি বিন সুলাইমান। উস্তাদের কাছে প্রশ্ন করলেন,
সততা ও আত্মশুদ্ধি কীভাবে অর্জন করতে পারি?
তুমি বা তোমার ভাই-বেরাদর যারই সততা-চিত্তশুদ্ধির ইচ্ছা করবে, তাকে কুরআনের বাগানে ছেড়ে দেবে। তাতে বিচরণ করতে দেবে। কুরআনের সাথে কিছুদিন থাকলে, সে ইচ্ছা করুক বা না করুক, আল্লাহ তাকে সংশোধন করে দেবেনই।
.
৩১. হৃদয়ে কুরআন
কুরআন তিলাওয়াতের সময় কোন দিকটা বেশি খেয়াল রাখবো?
তুমি প্রতিদিন কতটুকু তিলাওয়াত করো?
এক পারা করে।
তাহলে একটা বিষয় লক্ষ রাখবে: তুমি তিলাওয়াত করতে করতে সূরা বা পারার কোন জায়গায় পৌঁছতে পারলে, সেটার হিশেব না রেখে, বরং কুরআন কারিম তোমার হৃদয়ের কোথায় গিয়ে পৌঁছলো, তার হিশেব রাখা শুরু করো! কাজ দেবে।
.
৩২. জিহাদ ও জিহায
খালিদ বিন ওয়ালিদ রা. যখনই কুরআন কারিম হাতে নিতেন, অশ্রুসিক্ত চোখে কুরআন কারিমকে সম্বোধন করে বলতেন,
জিহাদই আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে।
আহ, কুরআন থেকে দূরে থাকার কত সুন্দর আর চমৎকার অজুহাত। দূরে থাকাই বা বলি কী করে? জিহাদ করাও তো কুরআনের সাথেই থাকা। কুরআনের আইন বাস্তবায়ন করা। কিন্তু আজ আমরা ‘জিহায’-এর কারণে কুরআন থেকে যোজন-যোজন দূরে। পার্থক্য শুধু একটা হরফের: ‘দ’ ও ‘য’।
জিহায অর্থ সরঞ্জাম। সামগ্রী। অর্থাৎ মোবাইল-কম্পিউটার-ল্যাপটপ-টিভি।
.
৩৩. কুরআনের ছোঁয়া
কুরআন কারীম তিলাওয়াত ও কুরআন কারীম চর্চা মানুষকে উদার আর মুক্তহস্ত করে দেয়। কুরআনের ছোঁয়ায় একজন মানুষ হয়ে পড়ে অন্তহীন আকাশের ন্যায় উদার। মুক্ত বাতাসের ন্যায় অবাধ। নবীজি সা.-ও কুরআনের ছোঁয়ায় মুক্ত বাতাসের চেয়েও বেশি উদার আর মুক্তহস্ত হয়ে উঠতেন (বুখারী)।
কৃপণকে বেশি বেশি কুরআনের ছোঁয়ায় নিয়ে আসতে হবে। যে কোনও মানসিক রোগীকে কুরআনের ছায়ায় নিয়ে আসতে হবে। মন খারাপ থাকলে কুরআনের আলোয় আসতে হবে।
.
৩৪. আয়াতের মিল
কুরআন কারিমের প্রতিটি পৃষ্ঠায় দুটি মিলপূর্ণ আয়াত বা আয়াতাংশ থাকে। শব্দের সংখ্যায় মিল থাকে। বাক্য গঠনে মিল থাকে। অনেক সময় অন্ত্যমিলের দিক থেকেও অদ্ভুত রকমের মিল থাকে। একটু নমুনা দেখা যাক:
প্রথম পৃষ্ঠা:
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِیمِ
ٱهۡدِنَا ٱلصِّرَ ٰطَ ٱلۡمُسۡتَقِیمَ
দ্বিতীয় পৃষ্ঠা:
وَبِالآخِرةِ هم يُوقِنُون
وأولئك هم المفلِحون
তৃতীয় পৃষ্ঠা:
أَلَاۤ إِنَّهُمۡ هُمُ ٱلۡمُفۡسِدُونَ وَلَـٰكِن لَّا یَشۡعُرُونَ
أَلَاۤ إِنَّهُمۡ هُمُ ٱلسُّفَهَاۤءُ وَلَـٰكِن لَّا یَعۡلَمُونَ
আরেকটা ব্যাপার লক্ষণীয়, প্রতি পৃষ্ঠার সাদৃশপূর্ণ দুটি আয়াতে অর্থগত মিলও আছে। দুটিকে সামনে রেখে তাদাব্বুর-তাফাক্কুরেরও ব্যাপক অবকাশ আছে। সব পৃষ্ঠায় এই নিয়ম খাটবে কি না বলতে পারছি না, নিজেরা চেষ্টা করে দেখতে পারি। মিলে গেলে আলহামদুলিল্লাহ, না মিললে, নাউযুবিল্লাহর কিছু নেই।
.
৩৫. মনের ওষুধ
কী ব্যাপার, মন খারাপ করে বসে আছ যে?
সংসার-সমাজের চাপ?
একটু ভেবে কারণটা বলো তো?
নির্দিষ্ট কোনও কারণ নেই, মাঝেমধ্যে মন কেন যেন বিষণœ হয়ে থাকে।
সঠিক উত্তর দাও নি। সাচমুচ বাতাও, আমি আজ ইস্তেগফার করি নি। কুরআন তিলাওয়াত করি নি।
.
৩৬. অবিশ্বাসী মুসলিম
তিউনিসিয়ার সদ্যপ্রয়াত প্রেসিডেন্ট আলবাজী সাবসি। তার মরদেহ নিয়ে যাওয়ার সময় দেখা গেল একলোক বসে কুরআন তিলাওয়াত করছে। অথচ সাবসী ক্ষমতায় থাকাকালে সদম্ভে ঘোষণা করেছিল, ‘তিউনিসিয়ার সাথে ইসলাম ও কুরআনের কোনও সম্পর্ক নেই’।
নারী ও পুরুষ সমান মিরাস পাবে, এই বিষয়ে তার অবস্থান ছিল অত্যন্ত কঠোর আর সুস্পষ্ট। মুসলিম নারীকে কাফির পুরুষ বিয়ে করতে পারবে, কুরআনবিরোধী এই আইনেও সাবসীর ধর্মবিরোধী অবস্থান ছিল সুদৃঢ়। যে জীবিত অবস্থায় কুরআন মানে নি, যদি তাওবা না করে মারা যায়, কুরআন পাঠে তার কী উপকার হবে?
.
৩৭. আক্ষেপ
১. হায়, আমি যদি জীবনটা শুধু কুরআনের মাঝেই সীমাবদ্ধ রাখতাম।
-সুফিয়ান সাওরি রহ.
২. আমার, আমাদের মধ্যেও একসময় এই আক্ষেপটা প্রবল হয়ে উঠবে। ইশ, দুনিয়ার সব বাদ দিয়ে শুধু কুরআন ও হামিলে কুরআনকে নিয়ে কেন ব্যস্ত থাকলাম না।
.
৩৮. সংশোধন
১. আহলে কুরআন যদি সংশোধিত হয়ে যেত, সব লোক আপনা-আপনিই সংশোধিত হয়ে যেত।
-মায়মূন বিন মুহরান রহ.
২. কুরআন হলো উম্মুল কিতাব। সমস্ত কিতাবের মূল। কুরআন মেনে চলা মানে, সমস্ত জ্ঞানের মৌলিক অংশকে মেনে চলা।
৩. আহলে কুরআন বা কুরআন শিক্ষাদানকারীগণও নবীজি সা.-এর প্রকৃত ওয়ারিস। তারা ভালো হলে, বাকিরা তাদের ছোঁয়া পেয়ে এমনিতেই ভালো হয়ে যাবে।
৪. আহলে কুরআন এখন ব্যবহৃত হয়, যারা হাদিস মানে না, তাদের ক্ষেত্রে। হাদিস শরিফে আহলে কুরআন বলে বোঝানো হয়েছে, যারা কুরআনে হাফেজ। যারা বেশি বেশি কুরআন তিলাওয়াত করে, তাদের।
.
৩৯. ওসিয়ত
১. একলোক উবাই বিন কা‘ব রা.-কে বললেন,
‘আমাকে কিছু ওসিয়ত করুন’।
আল্লাহর কিতাবকে ইমাম হিশেবে গ্রহণ করো, আল্লাহর কিতাবকে কাজি ও হাকিম হিশেবে সন্তুষ্টচিত্তে মেনে নাও। কুরআন ও সুন্নাহকেই তোমাদের রাসুল তাঁর স্থলাভিষিক্ত করে রেখে গেছেন। কুরআন তোমাদের জন্যে সুপারিশকারী। কুরআন তোমাদের জন্যে নিরঙ্কুশ মাননীয়। কুরআন সন্দেহাতীতভাবে নির্ভরযোগ্য ও বিশ্বাসযোগ্য সাক্ষী। কুরআনে আছে তোমাদের আলোচনা। তোমাদের পূর্ববর্তী লোকদের আলোচনা। কুরআনে আছে তোমাদের বর্তমান জীবনের বিধি-বিধান। কুরআনে আছে তোমাদের সংবাদ-বৃত্তান্ত। তোমাদের পরবর্তীদের বৃত্তান্তও আছে।
২. কুরআন কারিম হলো পুরো মানবজাতির দর্পণ। কুরআনেই আছে সব সমস্যার সমাধান। কুরআনের ছোঁয়া পেয়েই মৃত কলব জীবিত হয়। কুরআনের প্রভাবে মানবজাতির গতি-প্রকৃতি সংশোধিত হয়।
.
৪০. হুদান-লিন্নাস
কুরআন কারিম নাজিল শুরু হওয়ার পর, প্রায় পনেরোশ বছর পার হয়ে গেছে। আজও কুরআন প্রথম দিনের মতোই ‘হুদান লিন্নাস’ আছে। কিয়ামত পর্যন্ত একই রকম (هُدى لِّلنَّاسِ) মানবজাতির জন্যে হিদায়াতস্বরূপ থেকে যাবে।
.
৪১. মুকাল্লিদ
মানুষ প্রথমে কুরআন ছেড়ে হাদিসের দিকে ধাবিত হয়েছে। তারপর হাদিস ছেড়ে ইমামগণের বক্তব্যের দিকে ধাবিত হয়েছে। তারপর ইমামগণের বক্তব্য ছেড়ে ‘মুকাল্লিদদের’ রীতিনীতির দিকে ধাবিত হয়েছে। তারপর কিছু মুকাল্লিদের মতো অন্ধ তাকলিদ ছেড়ে জাহেল ও তাদের ভ্রান্তির দিকে ধাবিত হয়েছে। এভাবেই একটি উম্মত তাদের শক্তি হারিয়ে বসেছে।
-শায়খ গাযযালী রহ.।
.
৪২. কুদসিয়া
১. কুদসের সবচেয়ে যে বিষয়টা বেশি টানে, তা হলো ‘কুদসিয়া’ বোনদের কুরআনি হালকা। যায়নবাদী দখলদার ইয়াহুদিদের শত নির্যাতন কাঁদানে গ্যাস, লাঠির আঘাত, গুলি, কিছুই ‘কুদসিয়া’ বোনদের দমিয়ে রাখতে পারে না। তারা আল্লাহর কালাম নিয়ে অহর্নিশি মশগুল ‘মুনহামিক’ (বুঁদ) হয়ে থাকেন।
২. এদের দেখলে, বুকের ভেতরে কেমন এক চিনচিনে গিবতা (ঈর্ষা?) অনুভব করি। কী এক আলোময় জীবন তাঁদের।
.
৪৩. আরিফ বিল্লাহ
কুরআন কারিম ‘বুস্তানুল আরিফীন’। আল্লাহকে যারা চিনতে চান, যারা আল্লাহকে চেনার পথে বের হন, তাদেরকে ‘আরিফ’ বলা হয়। কুরআন কারিম আল্লাহকে চেনার শ্রেষ্ঠতম বুস্তান। বাগান। এই বাগানে আল্লাহকে চেনা যায়। এই বুস্তানের প্রতিটি ফুলে আল্লাহকে চেনার ঘ্রাণ পাওয়া যায়। এই বাগানের প্রতিটি লাইনে আল্লাহকে জানার ‘রঙ’ পাওয়া যায়। এই বাগানে আল্লাহকে পাওয়ার তরিকা পাওয়া যায়।
.
৪৪. কুরআন সম্প্রচার
সেদিন কুয়েতের আমির মারা গেলেন। কুয়েতের জাতীয় টেলিভিশনে নিয়মিত অনুষ্ঠান স্থগিত করে, কুরআন তিলাওয়াত সম্প্রচার করা হয়েছে। কুরআন কারিমকে আজ আমরা মৃত্যুর সাথে নির্দিষ্ট করে ফেলেছি। অথচ দরকার ছিল উল্টোটা। কুরআন কারিম জীবনের জন্যে। আমি সারা জীবন কুরআনবিরোধী আচরণ করে, শেষযাত্রায় কুরআন নিয়ে টানাহ্যাঁচড়া করলে, কুরআন আমার জন্যে কতটা উপকারী হবে, বলা কঠিন। তারপরও কুরআনে ফিরে আসাও কম কথা নয়। কুরআন কারিম হোক জীবনে ও মরণে।
.
৪৫. কুরআন-যাপন
গতরাতে ঘুমুতে যাওয়ার সময়ও কুরআন নিয়ে মশগুল ছিল। স্বপ্নও দেখেছে কুরআন নিয়ে। ঘুম থেকে উঠেও কুরআন নিয়ে বসে পড়েছে। এমন জীবন কতই না বরকতময়।
.
৪৬. ওসিয়ত
বিয়ের পর আমার ফুপি আমাকে ‘ওসিয়ত’ করেছিলেন,
‘বাবা, যখন তুমি তোমার সন্তানের জন্যে দুআ করবে, সাথে সমস্ত মুসলমানের সন্তানের জন্যেও দুআও করবে। অন্যের সন্তানের জন্যে দুআ করলে, তোমার সন্তানের কল্যাণও আল্লাহ নিশ্চিত করবেন। মুসলমানের সন্তানের ভালো তো একপ্রকার তোমার সন্তানের ভালোর মতোই। কারণ, অন্য মুসলমানের সন্তান ভালো হলে, তোমার সন্তানও তার দ্বারা প্রভাবিত হবে।
ফুপির এই ওসিয়ত অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, হাতেনাতে ফল পেয়েছি।
-ড. ফাহদ সুলতান রুমী
.
৪৭. হিলিং টাচ
হিলিং টাচ বলে একটা কথা আছে। এটি একটি চিকিৎসাপদ্ধতির নাম। বিশেষ পদ্ধতিতে, শরীরের বিভিন্ন গ্রন্থি স্পর্শের মাধ্যমে নিরাময়ের চেষ্টা করা হয়। অনেক দুরারোগ্য ব্যাধিও নাকি এই প্রাচীন চিকিৎসাবিদ্যার মাধ্যমে নিরাময় করা যায়। কুরআন কারিমেরও নিজস্ব শক্তিশালী হিলিং টাচ আছে। নিরাময়ী স্পর্শ। এ স্পর্শ শুশ্রূষার। এ স্পর্শ জীবনের। এই স্পর্শ আখিরাতের। এই স্পর্শ জান্নাতের। এই স্পর্শ চূড়ান্ত সাফল্যের।
.
৪৮. ছায়ানিবিড় বাগান
কুরআন কারিম শীতল ছায়ানিবিড় আরামদায়ক এক বাগান। এই বাগানে চাষাবাদ খুবই সহজ। এই বাগানের ফুল-ফল সবই অতি সুস্বাদু। এই বাগানের প্রতিটি গাছ-ফল-ফুল নিরাময় আর আরোগ্যদানকারী। এই বাগানের ছায়ায় বাস করতে পারা বিরাট সৌভাগ্যের। এই বাগানের ফলমূল কুড়াতে পারা রাব্বে কারিমের অপরিমেয় নিয়ামত। এমন একটি বাগানের মালিক—আমি বলতে গেলে কোনও বিনিময় ছাড়াই—বনে বসে আছি। আমি বাগানটার ঠিকমতো দেখভাল করছি? বাগানের ফুলের সুবাসে, ফলের রসে নিজেকে রঙিন করতে পারছি তো?
.
৪৯. আসমানি কিতাব
১. পৃথিবীতে একমাত্র একটি গ্রন্থই আছে, যা বিশে^র শুরু থেকে আজ পর্যন্ত আল্লাহর পাঠানো সমস্ত আসমানি কিতাবের ইলম ধারণ করে আছে। কুরআন কারিম হলো সেই কিতাব।
২. তাওহিদ ও ঈমানের মূলনীতি আদম আ. থেকে আজ পর্যন্ত এক। সমস্ত নবী ও রাসুল একই তাওহিদের দাওয়াত দিয়ে গেছেন। পার্থক্য হয়েছে শুধু শরিয়তে। সালাত কয় ওয়াক্ত হবে, সিয়াম কয়দিন রাখবে—এসবের পার্থক্য।
৩. কুরআন কারিম অনুসরণ করা মানে, সমস্ত আসমানি কিতাবের অনুসরণ। পেয়ারা নবীজি সা.-এর অনুসরণ মানে, সমস্ত নবীর অনুসরণ।
.
৫০. মনমরা ভাব
সারাক্ষণ এমন মনমরা ভাব নিয়ে থাক কেন?
কী করবো, কিছুই ভালো লাগে না। কিছু খেতে ইচ্ছে করে না। কথা বলতে মন চায় না। ঘর থেকে বের হতে মন সায় দেয় না।
তুমি সূরাতুল ইনশিরাহ (আলাম নাশরাহ) নিয়মিত পড়তে থাক।
কখন কয়বার পড়ব?
কোনও ক্ষণটন ছাড়াই যখন তখন পড়তে থাক। হিশেব ছাড়া। গোনা ছাড়া।
কিছুদিন পর। হুজুর, আমার অসুখ কেটে গেছে।
কুরআন কারিম হলো ‘শিফা’ আরোগ্য। উপশম নিকেতন।
~শায়েখ আতিক উল্লাহ হাফি.