প্রেমচুলের গিঁঠ

❛ প্রেমচুলের গিঁঠ ❜ —– জামাতের সময় হয়েছে। শ্বশুর ডাকছেন। জামাই ধড়মর করে উঠতে গিয়ে বাধা পেলেন। চুলে টান পড়েছে। কী সমস্যা! পাশে ঘুমিয়ে থাকা দুষ্টবিবিকে ডেকে তুললেন, -তোমাকে কত করে বলেছি, তোমাদের বাড়িতে এই …

❛ প্রেমচুলের গিঁঠ ❜
—–
জামাতের সময় হয়েছে। শ্বশুর ডাকছেন। জামাই ধড়মর করে উঠতে গিয়ে বাধা পেলেন। চুলে টান পড়েছে। কী সমস্যা! পাশে ঘুমিয়ে থাকা দুষ্টবিবিকে ডেকে তুললেন,
-তোমাকে কত করে বলেছি, তোমাদের বাড়িতে এই দুষ্টুমি করবে না। নাও এবার গিঁঠ খোল। তোমার পেটে পেটে এত দুষ্টুমি আছে জানলে বাবরিচুল রাখতামই না। এই জন্যই কি আমাকে বাবরি রাখার জন্য আদাপানি খেয়ে নিয়মিত ফুসলেছ?
-দুষ্টুমির কী হল? আপনি ঘুমের ঘোরে খাট থেকে পড়ে যান কি না, এই ভয়ে আপনাকে চুলের গিঁঠে জড়িয়ে রাখি।
-একবার পড়েছি বলে কি আজীবন পড়ব?
-এই বয়েসেও যে মানুষ ঘুমের ঘোরে খাট থেকে একবার পড়ে যেতে পারে, সে বারবার পড়বে না তার নিশ্চয়তা কোথায়?
-হয়েছে বকবক থামিয়ে দয়া করে চুলের গিঁঠটা খোল। ওদিকে আব্বু আমার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন।
-আপনার ভয়ের কারণ নেই। ফজরের সময় কোনও বুদ্ধিমান শ্বশুর নয়াজামাইকে সাথে করে মসজিদে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে থাকে না।
-আজও গিঁঠ খুলতে পারছ না? এবার কিন্তু আমার চুল কাটতে পারবে না। তোমার চুল কাটবে। অনেক যত্ন করে চুলগুলো বড় করেছি।
-ইহ, বললেই হল। মাথাটা আপনার হলেও চুলগুলো একান্তই আমার। এগুলোকে পেলেপুষে কে বড় করেছে শুনি? তেলচিরুনি কে দিয়েছে? আমার চুল বললেই হল?
-অত কথা বুঝি না। গতবার আমার চুল কেটেছি। এবার তোমারটা। দুষ্টুমির মজা বোঝ।
-এ হে! মুফতি সাহেব মানুষ, শরীয়তবিরোধী কথা বললে কেমন লাগে?
-আমি শরীয়তবিরোধী কথা বলছি?
-শরীয়তবিরোধী না তো কী? আচ্ছা আগে বলুন, ফরজ আর নফলে দ্বন্দ্ব লাগলে কে বাদ যাবে?
-নফল।
-শরীয়ত কী বলে? শরীয়ত কার চুল কাটতে নিষেধ করে, ছেলের না মেয়ের?
-মেয়ের।
-নিজের ফতোয়ামতেই আমল করুন।
~উস্তায আতিক উল্লাহ হাফিযাহুল্লাহ

Leave a Comment